বরবাদ শাকিব খানের সবচেয়ে ট্রেন্ডিং মুভি। ৩১ মার্চ ২০২৫ তারিখে ১২০টি সিনেমা হলে মুক্তি পেয়েছে শাকিব খানের বরবাদ। এই ছবি শাকিব খানের সাথে জুটি বেধেছেন ইধিকা পাল। এছাড়াও যিশু ও মিশা সওদাগরের মতো গুণী অভিনেতা রয়েছেন বরবাদ মুভিতে।
কাহিনী সংক্ষেপ:
বরবাদ সিনেমায় শাকিব খান অভিনয় করেছেন আরিয়ান মির্জা চরিত্রে। আরিয়ান মির্জা অনেক শান্তশিষ্ট ছেলে ছিল। একসময় নিতু নামের একটি মেয়ের প্রেমে পড়ে আরিয়ান। কিন্তু আরিয়ান কোনো ভাবেই নিতুকে আপন করে পায়না।
নিজের ভালোবাসার মানুষকে না পাওয়ার ব্যাথা কতটা হতে পারে, তা ফুটে উঠেছে আরিয়ানের মধ্যে। একসময় সে নেশায় মেতে ওঠে। জিল্লু নামের একজন সর্বোক্ষণিক সঙ্গী আছে আরিয়ানের। এই জিল্লুকে আরিয়ান বলে,” এই জিল্লু, মাল দে।” এই একটি সংলাপ থেকেই বুঝা যায় আরিয়ান কতটা ভয়ানক হয়ে ওঠে নিতুন জন্য।
একপর্য়ায়ে আরিয়ানের বিরুদ্ধে মামলা হয়। কিন্তু সবকিছু ছাপিয়ে আরিয়ান এগিয়ে চলে নিতুন জন্যে। ফলে সবকিছু বরবাদময় হয়ে যায় শাকিবের প্রলয়ে।
অ্যাকশন, রোমান্স সবকিছু রয়েছে শাকিব খানের বরবাদ মুভিতে।
0 Comments