Adsterra কী?
What Is Adsterra?
Adsterra হলো একটি আন্তর্জাতিক বিজ্ঞাপন নেটওয়ার্ক, যা ২০১৩ সালে শুরু হয়েছিল। Adsterra এর মাধ্যমে Publisher রা নিজেদের ওয়েবসাইটে Ads বসিয়ে রেভিনিউ জেনারেট করতে পারে । (শুধু Publisher দের কথা বললাম Advertiser দের কথা বলার এখানে কোন প্রয়োজন নেই) বিস্তারিত জানতে গুগলে সার্চ করতে পারেন।
Adsterra তে কিভাবে একাউন্ট খুলবেন একাউন্ট খোলার জন্য এই লিংকে ক্লিক করে ওয়েবসাইটে প্রবেশ করুন। তারপর যা যা চাচ্ছে সব দিয়ে একাউন্ট খুলেনিন , আশাকরি সবাই একাউন্ট খুলতে পারবেন, পেমেন্ট মেথড Web Money সিলেক্ট করবেন, তাহলে মাত্র ৫ ডলার হলেই উইথড্র দিতে পারবেন
Direct link কোথায় পাবেন
আপনার Adsterra একাউন্টেল পাশে দেখবেন লম্বা একটা Menu Bar আছে , তিন নাম্বারে দেখবেন লিখা আছে Direct link , এখানে ক্লিক করবেন
এখানে ক্লিক করার পর আরেকটা পেইজে নিয়ে যাবে। পেইজের ডান পাশে দেখবেন একটা অপশন আছে “Create Direct link” এর মধ্যে ক্লিক করবেন
এক্টিভ হয়ে যাওয়ার পর সাইটের কপি বাটনে ক্লিক করে লিংক কপি করে নিবেন।
এই Direct Link টিতে যদি আপনি বাংলাদেশি ভিজিটর আনতে পারেন, আর তারা এই লিংকের সাইটে প্রবেশ করে Singup কিংবা Apss Install করে । তাহলে আপনি প্রায় 1.50$ করে পাবেন । আর USA , UK থেকে ট্রাফিক আনতে পারলেতো কোন কথাই নেই। বাংলাদেশি টাকায় দেড় ডলার সমান বর্তমানে ১৪২৳ টাকা ।
কিভাবে Direct link প্রমোট করবেন
Direct link গুলো আপনি বিভিন্ন জায়গায় প্রমোট করতে পারবেন। আমি বিশেষ করে ফেসবুকে করি, ফেসবুকে কোটি কোটি ভিজিটর রয়েছে। আপনি আপনার আইডি থেকে আপনার ফেসবুক ফ্রেন্ডদের মেসেঞ্জারে গিয়ে বিভিন্ন ট্রিকস কাটিয়ে তাদেরকে দিয়ে Direct link এ ভিজিট + একাউন্ট কিংবা এপস ইন্সটল করিয়ে নিতে পারবেন ।
কিভাবে টাকা তুলবেন আপনি যদি পেমেন্ট মেথডে Web Money সিলেক্ট করে থাকেন তাহলে 5$ ডলার হলেই উইথড্র দিতে পারবেন। তারা 1-2 তারিখ এবং 16-17 তারিখ পেমেন্ট করে । আর নতুন অবস্থায় আপনার যদি তোলার মত পর্যাপ্ত টাকা হয়ে যায় তাহলে দুই সাপ্তাহ টাকা হোল্ড করা থাকবে । দুই সাপ্তাহ পর আপনি টাকা তুলতে পারবেন। এই সাইট 100% রিয়েল । যদি মনে সন্দেহ থাকে তাহলে গুগলে কিংবা ইউটিউবে এটা নিয়ে সন্দেহ কাটিয়ে তারপর কাজ করা শুরু করুন ।
0 Comments